21017

04/21/2025 আবারও সারাদেশে ৭২ ঘণ্টার হিট এলার্ট জারি

আবারও সারাদেশে ৭২ ঘণ্টার হিট এলার্ট জারি

রাজ টাইমস ডেস্ক :

২৮ এপ্রিল ২০২৪ ১৩:২২

নতুন করে সারাদেশে আবারও ৭২ ঘন্টার তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় এই এলার্ট জারি করা হয়।

ওই সতর্কবার্তায় বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ১ মে সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এই সময়ে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

এর আগে গত ১৯ এপ্রিল শুক্রবার থেকে তিন দফা ৭২ ঘন্টা করে তাপ প্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]