21018

04/21/2025 নিউইয়র্কের বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিউইয়র্কের বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

রাজ টাইমস ডেস্ক :

২৮ এপ্রিল ২০২৪ ১৩:২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যায়। পরে পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহতরা হলেন সিলেটের ইউসুফ ও কুমিল্লার বাবু।

এ ঘটনার পর বাফেলো শহরের বাংলাদেশির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এছাড়া এ ঘটনায় অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। বন্দুক হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]