21051

03/15/2025 পদত্যাগের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার

পদত্যাগের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার

রাজটাইমস ডেস্ক:

২৯ এপ্রিল ২০২৪ ২১:৫৩

পদত্যাগ করেছেন স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ। গত সপ্তাহে গ্রিন পার্টির সঙ্গে চুক্তি ভঙ্গ করার পর অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয় তার বিরুদ্ধে। সেই প্রস্তাবের ওপর ভোটের আগেই তিনি সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গ্রিন পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে সরকার গঠন করেছিল তার দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)। জোট গঠনের মধ্য দিয়ে গত বছর মার্চে তিনি দায়িত্ব শুরু করেন।

কিন্তু গত বৃহস্পতিবার তিনি স্কটিশ গ্রিন পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে যে চুক্তি, আকস্মিকভাবে তার ইতি ঘোষণা করেন। এর ফলে কয়েকদিন সেখানকার রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]