04/16/2025 উপজেলা এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২০ ২২:৪৩
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে আলোচনা সভা ও রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজশাহী শিল্পকলা একাডেমীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন। সভায় উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা পরিষদের প্রশাসনের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের দাবি সমূহ আদায়ের দাবি জানানো হয়।
এনএস