03/16/2025 সমন্বিত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত
রাজটাইমস ডেস্ক
২৮ নভেম্বর ২০২০ ২৩:০২
বিশ্ব মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা। করোনা পরিস্থিতিতে ব্যাংকার্স সিলেকশন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল।
সমন্বিত সাতটি ব্যাংক হল সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।
কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান জানান, করোনা পরিস্থিতির কারণে সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, সমন্বিত পরীক্ষায় ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা ছিল। ৭৭১টি পদের ওই নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল।