21176

04/20/2025 জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজ টাইমস ডেস্ক :

৬ মে ২০২৪ ০৯:৫৮

জয়পুরহাট সদর উপজেলার দাদরা এলাকায় ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৫ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার বড় মানিক গ্রামের ইদ্রিস আলী ও সালুয়া গ্রামের জিতেন বর্মন।

জয়পুরহাটসদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নওগাঁর রানীনগর থেকে ধান কেটে কয়েকজন শ্রমিক সিএনজি করে পাঁচবিবির নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দাদরা এলাকায় অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]