21197

04/20/2025 নগরকান্দায় বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত

নগরকান্দায় বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত

রাজ টাইমস ডেস্ক :

৭ মে ২০২৪ ০৮:২৪

 

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনা তুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১১ জন ছাত্রকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকলেই অত্র মাদরাসার নুরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।

সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাদরাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল। হটাৎ মাদরাসার মাঠে বজ্রপাতে আঘাত করে। এতে মাদরাসার ২১ শিক্ষার্থী আহত হয়। মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়।

আহতরা হলো হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ, বায়েজিদ।

খবরের সত্যতা নিশ্চিত করে মাদরাসার মুহতামিম মাওলানা মো: কেরামত আলী বলেন, আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]