212

03/20/2025 আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০২০ ১৮:৪১

আফগানিস্তানে সরকারি বাহিনীর বিমান হামলায় ৮ জন বেসামরিক নাগরিকসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। তবে দেশটির পূর্বাঞ্চলে চালানো এই হামলায় নিহত বাকি ৩৭ জনের সবাই তালেবান সদস্য কিনা নিশ্চিত না। খবর রয়টার্সের।

পূর্বাঞ্চলীয় প্রদেশ হেরাতের আদ্রাসকান জেলার গভর্নর আলী আহমদ ফকির ইয়ার বলেন, বুধবার খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক।

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি।

এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় আফগান বাহিনীর হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ তারা তদন্ত করে দেখছে।

আদ্রাসকানের পার্শ্ববর্তী গুজারা জেলার স্থানীয় কর্মকর্তা হাবিব আমিনি হামলার ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, ৪৫ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

#এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]