21229

04/17/2025 গোমস্তাপুরে ফলাফল ঘোষণা কেন্দ্রের সামনে সংঘর্ষ

গোমস্তাপুরে ফলাফল ঘোষণা কেন্দ্রের সামনে সংঘর্ষ

রাজটাইমস ডেস্ক:

৯ মে ২০২৪ ০৫:৪২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন দুইজন। বুধবার (৮ মে) রাত ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফলাফল ঘোষণা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা ঘোড়া প্রতীকের প্রার্থী হুমায়ুন রেজার কর্মী সমর্থকরা বিএনপির বহিষ্কৃত নেতা আনারস প্রতীকের প্রার্থী মোহা. আশরাফ হোসেনের লোকজনের সঙ্গে বাদানুবাদে জড়ায়। এক পর্যায়ে দু-পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশসহ অনান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি শান্ত আছে।

গোমস্তাপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা নিশাত আনজুম বলেন, ফলাফল ঘোষণা কেন্দ্রের সামনে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহীনির সদস্য উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]