21324

07/27/2024 রাফাহ থেকে পালিয়েছে ৩ লাখ ফিলিস্তিনি : জাতিসঙ্ঘ

রাফাহ থেকে পালিয়েছে ৩ লাখ ফিলিস্তিনি : জাতিসঙ্ঘ

রাজ টাইমস ডেস্ক :

১৩ মে ২০২৪ ১৩:৪০

গাজার রাফাহ থেকে কমপক্ষে তিন লাখ ফিলিস্তিনি পালিয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসঙ্ঘ জানিয়েছে, ইসরাইল গাজার দক্ষিণে তার আক্রমণ আরো তীব্র করেছে। সেখানে হামাস যোদ্ধাদের সাথে তুমুল লড়াই চলছে তাদের। এরই মধ্যে রাফাহ থেকে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ৩ লাখ ফিলিস্তিনি।

জাতিসঙ্ঘ সতর্ক করে দিয়ে বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় এ নগরীতে ব্যাপক অভিযান চালানো হলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে।

এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসঙ্ঘেরর ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) অনুমান করে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি রাফাহ থেকে পালিয়েছে। কারণ ইসরাইল সেখান থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক এবং অমানবিক বাস্তুচ্যুতি অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনো হামাসের কাছে ১২৮ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

সূত্র : আল-জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]