21390

04/20/2025 নাচোলে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

নাচোলে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

১৬ মে ২০২৪ ১৪:১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোকারের ধাক্কাই এক প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গুরুতর আহত হলে, পরে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার ১৫ মে রাত ৯ টার দিকে নাচোল বাসস্ট্যান্ডে রাস্তা সংলগ্ন একটি গরু বহনকারী খালি ভুটভুটির পাশে দাঁড়িয়ে থাকা দু'জনকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি ঢাকা মেট্রো চ-১৩-১১৫৫ মাইক্রোকারের আঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা আহতদের নাচোল হাসপাতালে ভর্তি করেন।

আহত ব্যক্তিরা হলো ইসলামপুর মহল্লার মৃত মঈনুদ্দিন হোদার ছেলে গোলাম সারওয়ার শাহিন তিনি প্রধান শিক্ষক সুর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং পন্ডিতপুর মহল্লার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে আতাউর রহমান তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ।

আহতদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করা হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসারত অবস্থায় পুলিশ সদস্য আতাউর রহমানের মৃত্য হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোকার ও গরু বহনকারী খালি ভুটভুটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]