21416

04/20/2025 সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজটাইমস ডেস্ক:

১৭ মে ২০২৪ ১৭:০০

সিরাজগঞ্জের তাড়াশ থেকে ২১৬ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাব। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় সিরাজগঞ্জ র‍্যাব-১২-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব অধিনায়ক মো. মারুফ হোসেন।

গ্রেপ্তার যুবকেরা হলেন কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাবিতলা গ্রামের নুরু মিয়ার ছেলে মো. আল আমিন (২২), দেবীদ্বার থানার রাজাকাচর গ্রামের ইসমত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)।

সংবাদ সম্মেলনে র‍্যাব অধিনায়ক বলেন, রাজশাহী থেকে একটি কাভার্ড ভ্যানে করে গাঁজা নিয়ে ঢাকার দিকে যাওয়া হচ্ছে। এমন খবরে আজ ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন যানবাহনের তল্লাশি চালানোর সময় একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করা হয়। কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]