21461

09/17/2024 রাজশাহীতে পুলিশ-বিএনপি ধ্বস্তাধ্বস্তি

রাজশাহীতে পুলিশ-বিএনপি ধ্বস্তাধ্বস্তি

রাজটাইমস ডেস্ক:

১৯ মে ২০২৪ ২০:০০

উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজশাহীতে লিফলেট বিতরণের সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পবা উপজেলার দামকুড়া বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার দামকুড়া বাজারের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা নির্বাচন বর্জনের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পুলিশ বাধা দিলে বাগবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে তা ধ্বস্তাধ্বস্তিতে রূপ নেয়। পরে পুলিশ সরে গেলে বিএনপি নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।

পুলিশ জানিয়েছে, অনুমতি না থাকায় বিএনপির লিফলেট কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে।

তবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দুঃশাসন চলছে। ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ কর্মসূচিও তারা সহ্য করতে পারছে না। তাই তারা তাদের দুঃশাসনে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]