21475

09/08/2024 ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা

রাজটাইমস ডেস্ক:

২০ মে ২০২৪ ১৫:৩৯

হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়েছে। ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মোহাম্মদ মোখবের হচ্ছেন ইসলামি প্রজাতন্ত্রের নতুন প্রেসিডেন্ট। এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খোমেনি।

বিবৃতিতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্টই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ইরানের সংবিধানের ১৩১ নম্বর ধারায় বলা হয়েছে, মৃত্যু, বরখাস্ত, পদত্যাগ কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রেসিডেন্ট দুই মাসের বেশি অনুপস্থিত থাকলে অথবা প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোনো কারণে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দেরি হলে সর্বোচ্চ নেতার অনুমোদনক্রম প্রথম ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।

এরপর ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার ও বিচার বিভাগের প্রধানের সমন্বয়ে গঠিত পরিষদ পরবর্তী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করবে।

মোহাম্মদ মোখবের আগামী ৫০ দিনের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এরপর নির্বাচিত প্রেসিডেন্টের হাতে চলে যাবে রাষ্ট্রের দায়িত্বভার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]