21479

05/23/2025 তানোরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

তানোরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজটাইমস ডেস্ক:

২০ মে ২০২৪ ১৯:৩৩

রাজশাহীর তানোরে ট্রাকের ধাক্কায় মাহফুজ আলী ওরফে আগুন নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের চিনাশো পাইকোরতলায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই উপজেলার চিনাশো এলাকার মহসিনের ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে মেইন সড়কে দাঁড়িয়ে ছিল শিশু মাহফুজ। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

ওসি বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com