21488

09/08/2024 রাজশাহীতে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আহত ৮

রাজশাহীতে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আহত ৮

রাজ টাইমস ডেস্ক :

২১ মে ২০২৪ ১৪:০৭

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচনে ভোটচালাকালীন সময়ে নির্বাচনী সহিংসতায় কমপক্ষে আটজন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে (ঘোড়া) প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সরদার ও আর (মোটরসাইকেল) প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের দুই প্রার্থীর সমর্থদের মাঝে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে এ সংঘর্ষ ঘটে।

এতে আহতরা হলেন গোপালপুর গ্রামের ঘোড়া প্রতীকের সমর্থক মো: আমজাদ হোসেন (৪৬), মো: আছের প্রামানিক (৪০), মো: শহিদুল ইসলাম (৩৬), মো: মিঠুন আলী (২৬)।

অন্যদিকে, মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা হলেন সান্টু (২৫), নান্টু (৩৫), রাজ্জাক (৫০), আব্দুল হাকিম (৪৫)।

আহতদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাধারণ ভোটাররা জানায়, ভোট চলাকালীন একদল লোক ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: মুস্তাফিজুর রহমান জানান, কেন্দ্রের বাহিরে প্রার্থীদের কিছু সমর্থকের মাঝে সংঘর্ষ ঘটে এতে কয়েকজন আহত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক মুঠোফোনে জানান, সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের বাহিরে বিছিন্ন একটি ঘটনা ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে (ঘোড়া) প্রতীক নিয়ে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার, আর (মোটরসাইকেল) প্রতীক নিয়ে লড়ছেন দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শরিফুজ্জামান শরিফ।

এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের (টিউবওয়েল), শ্রমিক লীগ নেতা শামিম ফিরোজ (তালা) প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম (ফুটবল) ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কোহিনুর বেগম (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৯৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ জন আর নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে একজন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]