21499

04/20/2025 ইরানকে আনুষ্ঠানিক সমবেদনা জানালো আমেরিকা

ইরানকে আনুষ্ঠানিক সমবেদনা জানালো আমেরিকা

রাজ টাইমস ডেস্ক :

২১ মে ২০২৪ ২১:৫৪

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক সমবেদনা জানিয়েছে আমেরিকা।

গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে এই সমবেদনা জানান। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং প্রতিনিধি দলের অন্য সদস্যদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় আমেরিকা আনুষ্ঠানিকভাবে সমবেদনা প্রকাশ করছে।’

একইভাবে সমবেদনা প্রকাশ করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট। জোটের নারী মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেন, “প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং অন্যদের মৃত্যুতে ন্যাটো জোট সমবেদনা জানাচ্ছে।”

খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে পাঠানো এক শোকবার্তায় গভীর সমবেদনা জানান। এ বার্তায় তিনি ‘নিহতদের রুহের মাগফেরাতের জন্য সর্বশক্তিমানের করুণা প্রার্থনা করেন এবং যারা এই ক্ষতিতে শোকার্ত হয়ে পড়েছেন বিশেষ করে তাদের পরিবারের জন্য প্রার্থনা করেন।’ পোপ ফ্রান্সিস বলেন, ‘আমি এই কঠিন সময়ে ইরানি জাতির কাছে আধ্যাত্মিক ঘনিষ্ঠতার আশ্বাস পাঠাচ্ছি।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]