21506

09/08/2024 হায়দরাবাদকে অপেক্ষায় রেখে ফাইনালে কলকাতা

হায়দরাবাদকে অপেক্ষায় রেখে ফাইনালে কলকাতা

রাজ টাইমস ডেস্ক :

২২ মে ২০২৪ ১০:২২

 

হায়দরাবাদকে পাতাই দিলো না কলকাতা। প্রথম কোয়ালিফায়ারে উড়িয়ে দিয়েছে অরেঞ্জ আর্মিদের। শিরোপা খরা কাটাতে মরিয়া পশ্চিমবঙ্গের দলটি উঠে এসেছে আইপিএলের ফাইনালে। আছে তারা তৃতীয় শিরোপার খোঁজে।

মঙ্গলবার আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে ১৫৯ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ ওভার ২ বল হাতে রেখে লক্ষ্য পেরিয়ে যায় কলকাতা।।

এ হারে সানরাইজার্সের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি। আগামীকাল এলিমিনেটর ম্যাচে জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্সের মুখোমুখি হবে। সেখানে জিতলে ফাইনালে ফের কলকাতার মুখোমুখি হবে তারা।

হায়দ্রাবাদকে শুরু থেকেই এদিন চেপে ধরেন মিচেল স্টার্ক। ইনিংস শুরুর দ্বিতীয় বলেই এনে দেন উপলক্ষ। রানের খাতা খোলার আগেই ফেরাব ট্রাভিস হেডকে। দ্বিতীয় ওভারেও আধিপত্য ধরে রাখে কলকাতা, এবার অভিষেক শর্মাকে ফেরান বৈভব অরোরা। ৪ বলে ৩ রান করে আউট হন অভিষেক।

দলের সেরা দুই ব্যাটারকে শুরুতেই হারিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। সেই চাপ আরো বাড়িয়ে দেন পঞ্চম ওভারে। নীতিশ কুমার রেড্ডি (৯) ও শাহবাজ আহমেদকে (০) পরপর দুই আঘাতে ফেরান সাজঘরে। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে শতরানে পৌঁছে দেন রাহুল ত্রিপাঠি।

পঞ্চম উইকেটে হেনরিখ ক্লাসেনকে নিয়ে গড়েন ৩৭ বলে ৬২ রানের জুটি। তবে জুটি আর বাড়তে দেননি বরুণ চক্রবর্তী। ২১ বলে ৩২ রান করা ক্লাসেনকে ফেরান তিনি। এক ওভার পর রান আউট হয়ে দলীয় ১২১ রানে বিদায় নেন রাহুল। ৩৫ বলে ৫৫ রান করেন তিনি। পরের বলে আরো একটা উইকেট তুলে নেন বরুণ।

প্যাট কামিন্সের ২৪ বলে ৩০ রান কেবল এরপর বলার মতো স্কোর। ৩ উইকেট নেন স্টার্ক, দুটো উইকেট যায় বরুণের ঝুলিতে।

জবাব দিতে নেমে ৩.২ ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৪ বলে ২৩ রান করে আউট হন। কলকাতার সংগ্রহ তখন ১ উইকেটে ৪৪। ঠিক এর তিন ওভার পরই ওপেনার সুনীল নারাইনকে (১৬ বলে ২১) হারায় কলকাতা। তার উইকেট নেন প্যাট কামিন্স।

তবে তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার ৪৪ বলে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়লে সহজ জয় তুলে নেয় কলকাতা। ২৮ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন ভেঙ্কাটেশ। অন্য প্রান্তে শ্রেয়াস খেলেন ২৪ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]