21572

04/16/2025 গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নারী নিহত

গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নারী নিহত

রাজটাইমস ডেস্ক:

২৫ মে ২০২৪ ২০:১৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আম্বিয়া খাতুন (৩৫)। তাঁর স্বামীর নাম ইন্তাজ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে আম্বিয়ার একটি মাচা ছিল। রাতে বৃষ্টি শুরু হলে তিনি ওই মাচার ওপর পলিথিন দিচ্ছিলেন। তখন চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আম্বিয়াকে চাপা দেয়। দুর্ঘটনার পর পরই চালক এবং চালকের সহকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এছাড়া যাত্রীরা বাস থেকে নেমে চলে যান।

এরপর স্থানীয়রা আম্বিয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থলেই আছে। নিহত গৃহবধূর পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]