21580

09/08/2024 সিরাজগঞ্জে যমুনায় অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জে যমুনায় অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

রাজ টাইমস ডেস্ক :

২৬ মে ২০২৪ ১৪:৩৮

সিরাজগঞ্জে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

শনিবার (২৫ মে) দিনব্যাপী যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দেশি মাছের পোনা রক্ষায় যমুনা নদীতে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। পরে শহর রক্ষা বাধ এলাকার মতি সাহেব ঘাটে জব্দ জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশরাফ উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী গোলাম রাব্বি ও নৌ-পুলিশের সদস্যরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]