21595

09/08/2024 শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে হায়দরাবাদ

শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে হায়দরাবাদ

রাজ টাইমস ডেস্ক :

২৬ মে ২০২৪ ২০:৪৩

দেখতে দেখতে শেষ হতে চলেছে আইপিএল। এবারের আসরের ফাইনালে আজ মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। শিরোপা ঘরের তোলার লড়াইয়ে দুই দল মুখোমুখি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।

কলকাতার বিপক্ষে এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স।

প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ। কামিন্সের দল সেই ম্যাচটি হেরে গিয়েছিল। আজ ফাইনালে তাই কলকাতাকে হারিয়ে প্রতিশোধই নিতে চাইবে দলটি। সে লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেননা চেন্নাইয়ের এই স্টেডিয়ামে রাত বাড়লে শিশিরের প্রভাবও বাড়ে। আর তাতে পরে ব্যাটিং করা দলের বিপদও হতে পারে।

কেকেআরকে রুখে দেয়ার লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে হায়দরাবাদ। আব্দুস সামাদের পরিবর্তে আজ দলে আছেন শাহবাজ আহমেদ। এদিকে নিজেদের তৃতীয় শিরোপা ঘরের তোলার লক্ষ্যে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছ কলকাতা।

কলকাতা একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), হার্ষিত রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী।

হায়দরাবাদ একাদশ

ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]