04/20/2025 সাবেক সেনা ও পুলিশপ্রধানের দুর্নীতির বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র
রাজ টাইমস ডেস্ক :
২৯ মে ২০২৪ ১৫:০০
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশপ্রধান বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে। এবার এ বিষয় নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।
মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধা দেয়, সরকারকে অস্থিতিশীল করে এবং গণতন্ত্রকে দুর্বল করে।
সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘প্রথম প্রশ্নটির বিষয়ে, আমার কাছে সুনির্দিষ্ট করে বলার মতো কিছু নেই। দ্বিতীয়টির ক্ষেত্রে, আমি আপনার উল্লেখ করা অভিযোগ এবং মিডিয়া রিপোর্ট সম্পর্কে অবগত। আমরা স্পষ্ট করেই বলেছি যে আমরা বিশ্বাস করি দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধা দেয়, উন্নয়ন বাধাগ্রস্ত করে, সরকারকে অস্থিতিশীল করে এবং গণতন্ত্রকে দুর্বল করে। এ প্রশাসনের শুরু থেকেই আমরা দুর্নীতি বিরোধীতাকে জাতীয় নিরাপত্তার একটি মূল স্বার্থে পরিণত করেছি।’
তিনি বলেন, ‘বিশদ এ নীতির পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু এ নিয়ে এখন আমার কাছে ঘোষণা করার মতো কিছু নেই। কারণ আপনি জানেন যে, নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা আগাম ঘোষণা করি না।’