21688

04/20/2025 মালয়েশিয়ার শ্রমবাজারের চুক্তির মেয়াদ আজ শেষ হচ্ছে

মালয়েশিয়ার শ্রমবাজারের চুক্তির মেয়াদ আজ শেষ হচ্ছে

রাজ টাইমস ডেস্ক :

৩১ মে ২০২৪ ১০:৩৮

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য দুদেশের মধ্যকার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আজ (৩১ মে)।

সময় বৃদ্ধি করতে দেশটির সরকারকে সম্প্রতি ঢাকার পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও কুয়ালালামপুরের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো জবাব আসেনি। ফলে সে দেশে গমনে প্রস্তুত ৪০ হাজার কর্মীর ভাগ্য অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। চাহিদাপত্র থাকা সত্ত্বেও চুক্তির মেয়াদ পেরিয়ে যাচ্ছে, অথচ তারা সে দেশে যেতে পারছেন না।

সংশ্লিষ্টদের মতে, এ পরিস্থিতি সৃষ্টির নেপথ্যে দায়ী বাংলাদেশি ব্যবসায়ী রুহুল আমিন স্বপনের নেতৃত্বাধীন একটি চক্র। চক্রটি ভুয়া কোম্পানি খুলে, প্রয়োজনের অতিরিক্ত চাহিদা দেখিয়ে চাহিদাপত্র তৈরি করে। এর ফলে এরই মধ্যে মালয়েশিয়ায় অবস্থান করা চাহিদার অতিরিক্ত কর্মীরা কর্ম না পেয়ে যারপরনাই বিপাকে পড়েছেন।

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হানজা মোহাম্মদ হাশিম গত বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশ থেকে কর্মী সংগ্রহ করে মালয়েশিয়া। এসব দেশ থেকে আমরা সর্বোচ্চ পর্যায়ের ভালো কর্মী নিয়ে থাকি। এক্ষেত্রে সিন্ডিকেট থাকতে পারে, যা দুদেশের সরকারের নিয়ন্ত্রণের বাইরে। একটি বিষয় ওপেন সিক্রেট যে, মালয়েশিয়ায় প্রচুর অবৈধ লোকজন বসবাস করছেন। তাই মালয়েশিয়া সরকার দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং কর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিদেশি কর্মী-সংক্রান্ত রিক্যালিব্রেশন কর্মসূচি নতুনভাবে সাজাচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]