04/19/2025 বাগমারায় পুলিশের অভিযানে আটক ১০
রাজটাইমস ডেস্ক
২ ডিসেম্বর ২০২০ ০১:২৬
রাজশাহীর বাগমারায় উপজেলায় অভিযান চালিয়ে ১০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে বাগমারা থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে।
যাদেরকে আটক করা হয়েছে তারা হলেন, উপজেলার ইসমাইল পুর গ্রামের আবুল কাশেমের ছেলে এরশাদ আলী (৪২), শ্রীপুর গ্রামের কাবেতুল্লার ছেলে রেজাউল করিম (৩৯), তালঘরিয়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে নাসিম মৃধা (৩৮), কোনাবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৬), ভাবনপুর গ্রামের মৃত আব্দুল হামিদের দুই ছেলে মিল্লাত আলী (৩২), জিন্নাত আলী (২০), সরগাছি গ্রামের উজির মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৩৫), রামরামা গ্রামের আক্কাস মোল্লার ছেলে আজাদ মোল্লা (৩০) তাহেরপুর পৌরসভার হরিফলা মহল্লার দুলাল প্রামানিকের ছেলে আজাহার (৫২) এবং গোপালপুর গ্রামের মজিবর রহমানের ছেলে এমদাদুল হক (৩৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ। তিনি জানান, বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সহ অন্যান্য মামলায় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চলমান এই অভিযান অব্যাহত থাকবে।