21773

06/28/2024 ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা ভোটের মাঠেও নাম্বার ওয়ান

‘দিদি নাম্বার ওয়ান’ রচনা ভোটের মাঠেও নাম্বার ওয়ান

রাজ টাইমস ডেস্ক :

৪ জুন ২০২৪ ১৮:১৮

প্রথমবার-ই ভোটের মাঠে জয়ের দেখা পেলেন টলিউডের জনপ্রিয় নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। ভারতের লোকসভা নির্বাচনে হুগলী থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেত্রী লকেট বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করে নির্বাচিত হলেন বিধায়ক হিসেবে।

বিজেপি থেকে রচনাকে কুপাকাত করার দায়িত্ব দেওয়া হয়েছিল লকেটকে। তবে শেষ পর্যন্ত নিজেই কুপোকাত। অবশ্য লকেট বড় মুখে দলকে আসনটি উপহার দেবেন বলে জানিয়েছিলেন। রাজনীতিতে নতুন বলে তাচ্ছিল্যও করেছিলেন রচনাকে।

আজ ৪ জুন সকাল থেকেই ব্যালট বাক্সে আধিপত্য ছিল দিদি নাম্বার ওয়ানের। যা ধরে রেখেছেন শেষ পর্যন্ত। ভোট শেষে দেখা যায় ৩০ হাজার ভোটে লকেটকে পেছনে ফেলে জয় তুলে নিয়েছেন নিজের ঘরে।

এদিকে তৃণমূল প্রার্থী টলিউড সুপারস্টার দেবও বিজেপির হিরণকে গোহারা হারিয়েছেন। তার চেয়ে ১ লাখ ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে তৃণমূলের হয়ে সায়নীও যাদবপুর থেকে হয়েছেন জয়ী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]