21857

04/20/2025 আলোচনায় মন্ত্রিসভা, শরিকদের দাবি মেটাতে হিমশিম খাচ্ছেন মোদি

আলোচনায় মন্ত্রিসভা, শরিকদের দাবি মেটাতে হিমশিম খাচ্ছেন মোদি

রাজটাইমস ডেস্ক:

৮ জুন ২০২৪ ১৯:৩২

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার (৯ জুন) শপথগ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ইতোমধ্যে ১৮তম লোকসভার মন্ত্রণালয়ে কারা থাকছেন, এনিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। তাই শপথগ্রহণের আগে শনিবার (৮ জুন) বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) শরিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে। সব ঠিক থাকলে এই বৈঠকেই ঠিক হয়ে যাবে কে কোন মন্ত্রণালয় পেতে যাচ্ছেন।

শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে এই খবর জানায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা অনলাইন। ১৮তম লোকসভা নির্বাচনে এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন এবং ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছে ১৮ আসন।

এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। দলটির দখলে গেছে ২৪০ আসন। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় সরকার গঠনে জোটের ওপর নির্ভর করতে হচ্ছে মোদিকে। জোটসঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশাম পার্টি পেয়েছে ১৬ এবং বিহারের নীতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড) পেয়েছে ১২ আসন। যদি টিডিপি, জেডইউর এই শরিক দল বেঁকে বসে, তাহলে চাপে পড়বেন মোদি। তাই তারা যেন জোট ছেড়ে বেরিয়ে না যায়, তা নিয়ে তৎপর বিজেপি।

শোনা যাচ্ছে, চন্দ্রবাবু নাইডু, নীতীশরা ইতোমধ্যেই নিজেদের শর্ত জানিয়েছেন বিজেপি নেতৃত্বকে। তারা কে কোন মন্ত্রণালয় চান বা রাজ্যের জন্য কে কী সুবিধা চাইছেন— তার তালিকা জমা করেছেন। মৌখিক আলোচনাও হয়েছে। মনে করা হচ্ছে, শনিবারের বৈঠকেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, সূত্রের বরাত দিয়ে টিভি ৯ বাংলার প্রতিবেদনে বলা হয়, রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিতে পারেন প্রথম সারির কয়েকজন মন্ত্রীও। শপথ নিতে পারেন অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গড়করী, পীযূষ গোয়েলসহ কয়েকজন সাংসদ তথা বিজেপির শীর্ষ নেতা। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথগ্রহণের তালিকায় থাকবেন টিডিপি এবং জেডইউর অন্তত একজন করে সাংসদ।

এতে আরও বলা হয়, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে টিডিপি এবং জেডইউ থেকে কারা শপথ নেবেন, তা আজ নরেন্দ্র মোদীকে জানাবেন চন্দ্রবাবু এবং নীতীশ।

টিভি ৯ বাংলা আরও জানায়, চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি একাধিক মন্ত্রণালয়ে নিজেদের প্রতিনিধি দাবি করেছে। প্রতিরক্ষা থেকে সড়ক-গ্রামোন্নয়ন মন্ত্রণালয়ের দাবি করেছেন নাইডু। অন্যদিকে নীতীশ কুমারও দাবি করেছেন যে তার বিহার সরকারকে যেন কোনোভাবে বিরক্ত না করা হয়। এছাড়া দুইজন পূর্ণমন্ত্রী এবং দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদও চেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে রেল, গ্রামোন্নয়ন, জলশক্তি, পরিবহন এবং কৃষি মন্ত্রণালয়।

অন্যদিকে, গতবার বাংলা থেকে ১৮জন সাংসদ নির্বাচিত হওয়ার পরও কাউকে ক্যাবিনেট মন্ত্রী করেননি নরেন্দ্র মোদি। তবে এবার কি সুকান্ত মজুমদার কেন্দ্রে পূর্ণমন্ত্রী হতে পারেন? যদিও তিনি নিজে এ প্রসঙ্গে কোনো ইচ্ছে ব্যক্ত করেননি। বরং বলেছেন, ‘আমাকে বুথ লেভেলে কাজ করতে বললেও করব। যা বলবে করব। এটা পিএম ঠিক করেন।’

পশ্চিমবঙ্গের আরও কয়েকজন বিজেপি সাংসদের নাম আলোচনায় রয়েছে। এ রাজ্যে বিজেপি দুই অঙ্কে পৌঁছোতে পেরেছে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ৮টি লোকসভা আসনের মধ্যে ৬টিতে জিতেছে বিজেপি।

সূত্রের বরাত দিয়ে এবিপি আনন্দ জানায়, এই আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে মন্ত্রী করা হতে পারে বলে জল্পনা চলছে। গতবার এই উত্তরবঙ্গ থেকেই নিশীথ প্রামাণিককে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছিল। এবার আর ভোটে জিততে পারেননি তিনি। অন্যদিকে, মতুয়া অধ্যুষিত বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারও জিতেছে বিজেপি। এই কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দ্বিতীয় মোদি সরকারে জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। এবারও তাকে কোনো মন্ত্রীর পদ দেওয়া হতে পারে।

আবার পূর্ব মেদিনীপুরে এবার প্রথম জয় পেয়ছে বিজেপি। কাঁথি এবং তমলুক দুইটি কেন্দ্রেই জিতেছেন বিজেপি প্রার্থীরা। এই দুই বিজেপি প্রার্থীর মধ্যে কেউ মন্ত্রিত্ব পেতে পারেন বলেও সূত্রের বরাতে জানিয়েছে এবিপি আনন্দ।

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, ‘সবাই তো চায়। আমিও তো চাই। আমার তো তৃতীয়বার হলো। আমি তো তিনবার সাংসদ হলাম। একবার বিধায়ক হলাম। সেটা দল ঠিক করবে। আমি আবার কার জন্য বলব? আমি নিজেই তো এখন... যতগুলো সাংসদ এসেছে, ১২ জন সাংসদ এসেছে, তার মধ্যে তো আমি সিনিয়র মোস্ট এমপি এখন। আমি সেদিক থেকে সিনিয়র মোস্ট এমপি... সবাই দু'বার হয়েছে। আমি তো তিনবার হয়েছি। বিধায়কও ছিলাম। আপনি বলতে পারেন, দলের যুবমোর্চা সামলেছি। আমিও দাবি রাখছি।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার (৭ জুন) সন্ধ্যাতেও মন্ত্রিসভায় শরিকদলের দাবি মেটাতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন রাজনাথ সিং এবং অমিত শাহ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]