04/20/2025 বগুড়ায় ২৯ মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা
রাজ টাইমস ডেস্ক :
৯ জুন ২০২৪ ২০:৪৬
বগুড়ায় ২৯ মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত শনিবার রাত ১১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাজিল শহরের গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। সে পোড়াপাড়া এলাকায় বসবাস করত। হত্যাকান্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, ব্রাজিলকে শরীরে পা থেকে মাথা পর্যন্ত কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এদিকে পুলিশের তথ্যানুযায়ী ব্রাজিলের নামে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মাদক, সন্ত্রাসী, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি এবং অ্যাসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে।