04/18/2025 নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক আটক
রাজ টাইমস
২ ডিসেম্বর ২০২০ ২৩:৪৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে আরিফ (৩০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৯ বিজিবি। আটক আরিফ ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জের আলীর ছেলে।
মঙ্গলবার ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
৫৯ বিজিবি জানায়, সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে আরিফ নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফকে অবগত করা হয়েছে। পরবর্তীতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।