04/19/2025 করোনায় আরও একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর ২০২০ ২৩:৫৬
রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগের সিরাজগঞ্জে মৃত্যু হয় তার। এ নিয়ে বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে ৩৪৫ জনের মৃত্যু হলো। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২১১ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।
এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪, নাটোরে ১২, জয়পুরহাটে ৭, সিরাজগঞ্জে ১৫ ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগে নতুন ৬৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৩৪ জন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৭৩ জন। এদের মধ্যে ২০ হাজার ৮৮০ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৬৭১ জন।