21910

09/28/2024 ঈদের পর নতুন সময়সূচিতে চলবে ব্যাংক

ঈদের পর নতুন সময়সূচিতে চলবে ব্যাংক

রাজ টাইমস ডেস্ক :

১১ জুন ২০২৪ ২৩:৩৬

ব্যাংক ও সরকারি অফিস আদালতের সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঈদের পর থেকে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, নতুন সূচিতে আগামী ১৯ জুন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস খোলা হবে সকাল ১০টায়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। সরকার ঘোষিত অফিস সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]