21920

04/18/2025 বাঘায় স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

বাঘায় স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

রাজটাইমস ডেস্ক:

১৩ জুন ২০২৪ ০৭:১০

রাজশাহীর বাঘায় স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের মামলায় শাওন হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

শাওন হোসেন বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর (মিয়াপাড়া) গ্রামের আজগর আলীর ছেলে।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোহেব খান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূর শয়ন ঘরে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ রাতে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গৃহবধূকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]