2193

05/11/2024 রাটার সভাপতি আজাদ সম্পাদক শরিফুল

রাটার সভাপতি আজাদ সম্পাদক শরিফুল

রাজটাইমস ডেস্ক

৩ ডিসেম্বর ২০২০ ০০:২৯

মো. আবুল কালাম আজাদকে সভাপতি ও মো. শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী ২০২১-২২ সালের জন্য দুই বছর মেয়াদি একটি কার্যকরী পরিষদ গঠন করেছে গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি (রাটা)।

গত মঙ্গলবার (১ ডিসেম্বর) নগরীর মাইড্যাস রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই পরিষদ গঠন করা হয়।

নব নির্বাচিত সভাপতি মো. আবুল কালাম আজাদ সাফারী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সত্ত্বাধিকারী এবং শারিব ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সত্ত্বাধিকারী নব নির্বাচিত সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম।

এ সময় সাধারণ সভায় রাজশাহীর স্থানীয় ট্রাভেল এজেন্সির সত্তাধিকারীসহ উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ’র বিভিন্ন ট্রাভেল এজেন্সির সত্ত্বাধিকারীবৃন্দ।

পরিষদে দায়িত্ব প্রাপ্তরা অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোসা সুলতানা পারভীন (দি সাউথ এশিয়ান ট্যুরিজম), সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রকিবুল ইসলাম (সাবিব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস) যুগ্ম সম্পাদক এসএম এখলাস আহমেদ (সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস), সহ সম্পাদক মো. মিজানুর রহমান( হিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস), সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি (ফাতেমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস), সহ সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ( ডিএম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস) অর্থ সম্পাদক মো. শরিফুল ইসলাম (এআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস),দফতর সম্পাদক. মো. জিয়াউল মোস্তফা (রিপন তাসনিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস),প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রানাউল ইসলাম (মা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস), তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ শাহ নোমান (টেক অফ পয়েন্ট)।

এছাড়া পরিষদে কার্যকরী সদস্য হিসেবে মো. জিহাদ( জিহাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস), শাহানশাহ আলমগীর বাবু (সরকার এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস),আলী হাসান(আরোহী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস), রঞ্জন কুমার (কসমিক মেডিকেল সার্ভিসেস),মো. নওশাদ আলী(রংধনু টুরস অ্যান্ড ট্রাভেলস),মো. আকরামুল হক (হিস্ট্র্রি অ্যান্ড হেরিটেজ ট্যুরিজম), জহুরুল হক (গ্রীণ হলিডেজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস),জামিলুর রহমান (বিডি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস) নির্বাচিত হন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]