21930

06/28/2024 রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০২৪ ১৯:২৩

রাজশাহী নগরীর বড়বনগ্রাম বাগানপাড়া এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাকিব হাসান কে গ্রেফতার করা হয়েছে। নগরীর শাহমখদুম থানা পুলিশের একটি দল গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।
নগর পুলিশ জানায়, রাকিব হাসানের বিরুদ্ধে ডিএমপি ঢাকার শাহবাগ থানার এক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাজারি ছিল। শাহমখদুম থানা পুলিশের একটি দল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাকিব তার বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের একটি দল বুধবার দিবাগত রাত সোয়া ১২ টায় অভিযান চালিয়ে রাকিবকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]