04/20/2025 ভারতে যাত্রীবাহী যান পাহাড়ি রাস্তা থেকে নদীতে, নিহত ১২
রাজ টাইমস ডেস্ক :
১৫ জুন ২০২৪ ২০:২৬
ভারতের উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী টেম্পো ট্রাভেলার নদীতে পড়ে ১২ জন মারা গেছে। যানটি ২৩ যাত্রী নিয়ে অলকানন্দা নদীতে পড়ে যায়।
শনিবার (১৫ জুন) সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ছাড়াও আহত হয়েছেন অনেকে।
রাজ্যটির বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ড্যান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়েই ঘটে যায় ওই দুর্ঘটনা। ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। যার ফলে পাহাড় থেকে গড়িয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় গাড়িটি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় প্রশাসনের কর্মী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঋষিকেশ এমইস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি। তিনি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস্