21971

01/14/2026 পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু

রাজটাইমস ডেস্ক:

১৬ জুন ২০২৪ ০৯:০৭

পাবনার ভাঙ্গুড়ায় মাছের খামারে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে নিজাম উদ্দিন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়নের বড় পাটুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিজাম উদ্দিন ওই গ্রামের মৃত ময়াজ উদ্দিনের ছেলে। তিনি দিলপাশার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, নিজাম উদ্দিনের বাড়ির পাশে মাছের খামার রয়েছে। সেখানে আলো জ্বালানোর জন্য বৈদ্যুতিক বাতি তার টানানো ছিল। দুপুরে নিজাম উদ্দিন খামারের নেমে কাজ করতে গিয়ে হঠাৎই বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় তিনি মাছের খামারের পানিতে পড়ে মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]