220

05/02/2024 প্রেস থেকেই প্রশ্নপত্র ফাঁস: সিআইডি

প্রেস থেকেই প্রশ্নপত্র ফাঁস: সিআইডি

রাজ টাইমস ডেস্ক

২৩ জুলাই ২০২০ ২৩:২২

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র স্বাস্থ্য অধিদফতরের ছাপাখানা থেকেই ফাঁস করা হতো বলে জানিয়েছে সিআইডি। তবে ঘটনার সাথে কারা জড়িত তা জানতে এখনও তদন্ত চলছে। দুপুরে মালিবাগে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, সন্দেহভাজন হিসেবে ১৯ জুলাই এস এম সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও ৫ জনকে।

আসামিরা সংঘবদ্ধ চক্র হিসেবে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ডিজিটাল পদ্ধতিতে ছাপাখানা থেকে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে। মোটা অংকের অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের কাছে সেই প্রশ্ন পৌঁছে দিতো তারা।

আন্দালীব/২৩

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]