22029

04/20/2025 চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধ মেটাতে সালিসে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধ মেটাতে সালিসে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজটাইমস ডেস্ক:

২১ জুন ২০২৪ ১৬:০৫

চাঁপাইনবাবগঞ্জে সালিসে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে আরও দুজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত যুবকের নাম আবদুল খালেক ওরফে টিংকু (৩৫)। তিনি ওই গ্রামের তবজুল হকের ছেলে।

আহতদের মধ্যে দুজন হলেন তবজুল হক ও তাঁর ছেলে আবদুল মালেক। আরেক আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁরা বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতের বাবা তবজুল জানান, জমি নিয়ে তাঁর ভাই ও আত্মীয়স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মেটাতে বিকেলে সালিস ডাকা হয়। সালিসের মাঝেই মন্টু, মামুন, সুমন, আজিম নামে কয়েকজন হঠাৎ করে দা ও হাঁসুয়া নিয়ে হামলায় চালান। এতে ঘটনাস্থলেই টিংকু মারা যান।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় আজিম ও আলো নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার থেকে বলা হয়েছে হত্যা মামলা দায়ের করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]