03/14/2025 সরকার পতন আন্দোলনে নিহত আব্দুর রশিদের পরিবারের পাশে বিএনপি
রাজটাইমস ডেস্ক:
২২ জুন ২০২৪ ১১:১৫
সরকার পতনের এক দফা আন্দোলনে নিহত বিএনপি নেতা আব্দুর রশীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
শুক্রবার (২১ জুন) সকালে নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে তার নিজ বাড়িতে পরিবারের হাতে একটি বাছুরসহ গাভী গরু তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের কার্যনির্বাহী কমিটির সহ দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।
এসময় তিনি বলেন, ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে ফেরার পথে তাকে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। নিহত আব্দুর রশিদ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ হয়েছেন। অবৈধ সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সারাদেশে এই আব্দুর রশিদের মত অসংখ্য গণতন্ত্রকামী জনতাকে হত্যা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। ইতোপূর্বেও দলের পক্ষ থেকে আমরা তাদের পরিবারের খোঁজ নিয়েছি। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারটি পাশে দাঁড়িয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনছার আলী, বিএনপির নেতা নাছির উদ্দিন, যুবদল নেতা ফিরোজ হোসেন মিল্টন, সোহেল রানা, ছাত্রদল নেতা এম আর ইসলাম স্বাধীন, জাহিদুল আলম ডলারসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। পরে নেতা কর্মীদেরকে নিয়ে নিহত আব্দুর রশিদের কবর জিয়ারত করেন তাইফুল ইসলাম টিপু।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি বিএনপির। নিহত আব্দুর রশিদ আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং বর্তমান আদাবর থানা ৩০নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন। ওই দিন হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাকে হত্যা করে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়।