22047

03/14/2025 পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজটাইমস ডেস্ক:

২২ জুন ২০২৪ ১২:৩৬

পাবনার সুজানগরে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউনিয়ন যুবলীগ নেতা আল আমিন মিয়া (৩৯)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রানিনগর ইউনিয়নের রানিনগর ক্লাবের সামনে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচনের পর পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত আল আমিন রানিনগর ইউনিয়নের মৃত শহিদুর রহমান মিয়ার ছেলে। তিনি রানিনগর ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]