2209

09/19/2024 এক মাসে রাজশাহী বিএসটিআইয়ের ২৯ মামলা

এক মাসে রাজশাহী বিএসটিআইয়ের ২৯ মামলা

রাজটাইমস ডেস্ক

৩ ডিসেম্বর ২০২০ ২১:৫৭

গেল নভেম্বর মাসে রাজশাহীতে ওজন ও পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অভিযোগে ২৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রাজশাহী আঞ্চলিক কার্যালয়। সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে রাজশাহী বিএসটিআই।

প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞপ্তিতে জানায় নভেম্বর মাসে রাজশাহী বিভাগের নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় ভ্রামাম্যণ আদালত পরিচালনা করা হয়।

রাজশাহী বিএসটিআই আরও জানায়, এ সময় ওজন ও পরিমাপে কারচুপি, বিএসটিআই’র মান সনদ না থাকায় ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের দায়ে এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এবং ‘বিএসটিআই আইন-২০১৮’ এর আওতায় মামলা দায়ের করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযান পরিচালনার সময় ভবিষ্যতে এই ধরনের কাজ না করার জন্যও প্রতিষ্ঠানগুলোকে সর্তক করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]