22107

04/20/2025 নাটোরে ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বিজিবি সদস্যসহ ২ জন নিহত

নাটোরে ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বিজিবি সদস্যসহ ২ জন নিহত

রাজটাইমস ডেস্ক:

২৬ জুন ২০২৪ ১০:৩৪

নাটোরের নলডাঙ্গায় ট্রাক–সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিজিবি সদস্য মোক্তাদুল আলম (৪০)। তিনি মাগুরা জেলার বাসিন্দা। অপরজন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক খুলিলুর রহমান (৬৫)। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। আহতরা হলেন নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী রুনা বেগম (৪৫) এবং অটোরিকশাচালক ও অপর এক যাত্রী। তাদের নাম–পরিচয় জানা যায়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালকসহ তিনজন যাত্রী। এ ঘটনার পর ট্রাকচালক ও চালকের সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছে। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে।’

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বিকেলে নাটোর আঞ্চলিক সড়কের বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে নলডাঙ্গা থেকে নাটোরমুখী একটি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

অটোরিকশা যাত্রী কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক খুলিলুর রহমান ঘটনাস্থলে এবং বিজিবি সদস্য মোক্তাদুল আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহত হয়েছেন নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী রুনা বেগমসহ সিএনজি অটোরিকশাচালকসহ অপর এক যাত্রী। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। নিহত সাবেক ব্যাংক কর্মকর্তা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি নাটোর মল্লিকহাটি যাচ্ছিলেন বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]