04/20/2025 চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
রাজ টাইমস ডেস্ক :
২৮ জুন ২০২৪ ২৩:১১
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে আব্দুস সামিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত সামিম নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, রাত দুইটার দিকে নিজ ঘর থেকে বের হয়ে রেল লাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন আব্দুস সামিম, এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে দুর্ঘটনার খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পন্ন করে।