04/19/2025 রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৬১
রাজটাইমস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২০ ০২:১৫
রাজশাহী জেলা ও নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৬১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (০২ ডিসেম্বর) রাতে জেলা পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস ও রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ ইফতে খায়ের আলম।
পুলিশ জানায়, তাদের পরিচালিত অভিযানে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০৯ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০৬ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন, দামকুড়া থানা-০২ জন, ডিবি পুলিশ-০২ জন, গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০১ জন, দুর্গাপুর থানা ০৪ জন, পুঠিয়া থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০৪ জনকে আটক করা হয়।
এদিকে, পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে