222

03/15/2025 বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

গোদাগাড়ী প্রতিবেদক

২৩ জুলাই ২০২০ ২৩:২৮

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারাপদ রবিদাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে রাজু রবিদাস (৩০) নামের এক যুবক। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গোদাগাড়ী মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত তারাপদ রবিদাস গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লার মৃত কোকিল রবিদাসের ছেলে।


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে পদ্মা নদীতে মাছ ধরে উঠে আসছিলেন কয়েকজন জেলে। এ সময় তারাপদ একটি বৈদ্যুতিক খুটির টানা দেয়া তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মারা যান। এ সময় তাকে বাঁচাতে গেলে রাজু রবিদাস আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আন্দালীব/২৩

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]