2220

09/20/2024   কর্মসংস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ

  কর্মসংস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর ২০২০ ০২:৪০

রাজশাহীর বাগমারায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের শ্রমিকদের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে ভুয়া শ্রমিক দেখিয়ে টাকা উত্তোলন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারি শ্রমিকরা হলেন, গোদালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামের শ্রী অধির প্রামানিকের ছেলে শ্যামল কুমার ও আফাজ উদ্দিরে ছেলে আসাদুল ইসলাম। এদের মধ্যে আসাদুলের নাম তালিকার ৭০ নম্বরে এবং শ্যামলের নাম তালিকার ৯০ নাম্বারে রয়েছে।

আসাদুল ইসলাম বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির তালিকায় তার না রয়েছে তা আমাকে কেউ জানায়নি। ফলে আমি কাজও করিনি। কিন্তু অন্য শ্রমিকদের কাছে শুনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) থেকে তালিকা তোলা হয়। সেখানে আমার নাম রয়েছে এবং দুই সপ্তাহের ১০ দিনের ২০০০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

একই অভিযোগ করেন, শ্যামল কুমারও। তিনি কাজ না করলেও তার নামে ১০ দিনের দুই হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

তবে শ্রমিকের উপস্থিতি ছাড়া টাকা দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন কৃষি ব্যাংকের হামিরকুৎসা শাখার ব্যবস্থাপক শামীমুজ্জামান। তিনি বলেন, ব্যাংকে কোন অনিয়ম হয়নি। অনিয়ম যদি করে থাকে তবে চেয়ারম্যান-মেম্বাররা করতে পারে। কারণ তারাই শুধু জানে কে কাজ করেছে বা করেনি। তবে ৩২ জন শ্রমিক ব্যাংকে না আসায় তাদের টাকা ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]