2222

09/19/2024 রাবিতে পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি

রাবিতে পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর ২০২০ ০২:৫৭

অনার্স শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। তারা সেখানে ব্যানার, ফেস্টুনসহ আধাঘন্টা অবস্থান করেন।

এসময় শিক্ষার্থীরা 'খুলে গেছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল', 'ইন্টার পাসেই জীবন শেষ সেশনজটের বাংলাদেশ’, 'অতি দ্রুত পরীক্ষা চাই, পরীক্ষা ছাড়া উপায় নাই’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এর আগে একই দাবিতে সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

  

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]