22220

07/06/2024 রাজশাহীতে ৮১ ভরি সোনাসহ পাচারকারী আটক

রাজশাহীতে ৮১ ভরি সোনাসহ পাচারকারী আটক

রাজটাইমস ডেস্ক:

১ জুলাই ২০২৪ ১৮:১০

রাজশাহী নগরীর বশড়ী এলাকা থেকে ৯৩ লাখ টাকা মূল্যের ৮১ ভরি সোনার চারটি বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রোববার দুপুরে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ দেলোয়ার হোসেন নামের একজনকে আটক করে।

দেলোয়ার হোসেন (৩৬) রাজশাহী নগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের আব্দুর রশিদের ছেলে।

সোমবার রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, রোববার দুপুর পৌনে ১২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদে জানতে পারেন অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে একদল পাচারকারী।
তারা এ স্বর্ণগুলো নগরীর গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের সড়ক দিয়ে পদ্মা নদী দিয়ে নৌকাযোগে সীমান্ত পথে ভারতে নিয়ে যাবেন। পরে অভিযান চালিয়ে ৮১ ভরি স্বর্ণসহ দেলোয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় দেলোয়ারের অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে আটক দেলোয়ারকে সোপর্দ করে আরএমপির দামকুড়া থানায় একটি মামলা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]