04/20/2025 রাজশাহীতে ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
রাজ টাইমস ডেস্ক :
১ জুলাই ২০২৪ ২২:৫৭
রাজশাহীতে বাঘা উপজেলায় বাদাম তুলতে গিয়ে বিষধর রাসেলস ভাইপার সাপের ছোবল খেয়েছেন শাকিল হোসেন (২০) নামে এক শ্রমিক।
পরে সেই সাপ ধরে বস্তায় ভরে সোজা হাজির হন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
সোমবার (১ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।
শাকিল হোসেন পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের আকবর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শাকিল হোসেন সোমবার সকাল ৭টার দিকে পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠানোর কাজে যান। এক পর্যায়ে রাসেলস ভাইপার সাপ তার হাতে ছোবল দেয়। পরে তিনি সেই সাপটি ধরে বস্তায় ভরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শাকিলের বাবা আকবর হোসেন জানান, বর্তমানে শাকিলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডি এম বাবুল মনোয়ার বলেন, ‘ছোবল দেওয়া রাসেলস ভাইপার ধরে নিয়ে হাসপাতালে গেছেন এক শ্রমিক। বর্তমানে তিনি ভাল আছেন বলে শুনেছি।’