22268

04/20/2025 বাগমারায় স্কুলের শ্রেণিকক্ষে অজগর সাপ !

বাগমারায় স্কুলের শ্রেণিকক্ষে অজগর সাপ !

বাগমারা প্রতিনিধিঃ

৩ জুলাই ২০২৪ ১৩:৫১

রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে সাপ (ইন্ডিয়ান পাইথন) উদ্ধার করা হয়েছে।  বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে প্রাথমিক বিদ্যালয়টির পঞ্চম শ্রেণিকক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। বারনই নদীর তীরবর্তী এলাকায় মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। স্থানীয়দের ধারণা নদীর পানিতে সাপটি ভেসে এসেছে। এরপর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। সকালে শ্রেণিকক্ষের তালা খুলে সাপটির দেখা মেলে। এরপর স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।  

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]