04/15/2025 প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২০ ০৪:০৬
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রতিবন্ধীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে বর্তমান সরকার। প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে আনতে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর পিটিআই হল রুমে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২০ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র। এই সভা আয়োজন করে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।
সভায় সভাপতিত্ব করেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেল। সভায় বিশেষ ছিলেন রাসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, কবি আরিফুল হক কুমার, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সপুরা সিল্ক মিলের পরিচালক সাজ্জাদ আলী।